আসাম পুলিশের বর্বরতার চিত্র আমরা সকলেই দেখেছি। অনুপ্রবেশকারী উচ্ছেদের নামে স্থানীয় মানুষদের উচ্ছেদ করতে গিয়ে গুলিয়ে চালিয়ে দুই নিরীহ ব্যক্তিকে হত্যা করে আসাম পুলিশ।
আর এই বর্বরতার প্রতিবাদে আসাম পুলিশের কাছে পিটিশন জমা দিল আসাম ষ্টেট জামিয়াত উলামা ই হিন্দ। তাঁদের দাবি ঃ
- এই বর্বরতার যথাযোগ্য শাস্তি প্রদান
- মৃত ব্যাক্তির পরিবারকে ২০ লাখ এবং আক্রান্ত পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ
- আক্রান্তদের চিকিতসার দ্রুত বন্দোবস্ত এবং চাষাবাদের জন্য ৬ বিঘা ও বসবাসের জন্য ১ বিঘা জমি প্রদান
- স্বাস্থ্য, পানিয় জল ও খাদ্যের সুবন্দোবস্ত
- এরপর এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে বিকল্প থাকার জায়গার ব্যবস্থা করা
এদিন এই সকল দাবী নিয়ে দারাঙ্গের এস পি ও ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করে জামিয়াত উলামা।