আব্বাসকে বিজেপির দালাল বলা জিতেন্দ্র এখন বিজেপিতে

 

এনবিটিভি: বারবার সংখ্যালঘু জনপ্রিয় নেতাদের বিজেপির দালাল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল রাজ্যের শাসক দলের নেতারা। আজ তারাই সারিবদ্ধ ভাবে বিজেপিতে। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী কে একটি সংবাদ মাধ্যমের একটি অনুষ্ঠানে বিজেপির দালাল বলে আক্রমণ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি! সেই জিতেন্দ্র আজ বিজেপির ঝান্ডা তলে ।

 

তৃণমূলের নেতারা বারবার বিজেপিতে যোগদান করছেন আবার তৃণমূল সংখ্যালঘু নেতাদের বিজেপির দালাল বলে কটাক্ষ করছেন। বাংলার সংখ্যালঘু নেতাদের বিজেপির দালাল বলে সাধারণ মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে তৃণমূলের নেতারা। অথচ তারাই আসলেই বিজেপির চর তার সময়ের সাথে সাথে টের পাওয়া যাচ্ছে।

Latest articles

Related articles