তৃণমূলে যোগ দিলেন বসিরহাট উত্তরের সিপিআইএম বিধায়ক রফিকুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলে যোগ দিলেন বসিরহাট উত্তরের বিধায়ক। শুক্রবার তৃণমূল ভবনে গিয়ে শাসক দলে যোগ দেন তিনি। রফিকুল ইসলাম মণ্ডল ঘাসফুল শিবিরে যোগ দেওয়ায় শক্তিশালী হল দল, দাবী তৃণমূলের।

এক সময় তৃণমূল করতেন রফিকুল। পরে হন বাম বিধায়ক। এদিন তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিপ্ৰিয় মল্লিক, সাধন পান্ডে, নির্মল ঘোষ। রফিকুল বলেন, দীর্ঘদিন তৃণমূল করতাম। পরে ভুল বোঝাবুঝি হওয়ায় সিপিএমে যোগ দিই। গত বিধানসভা নির্বাচনে বসিরহাট উত্তরে প্রার্থী হই। সকলের আশির্বাদে বিধায়ক নির্বাচিত হই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতেই তৃণমূলে ফিরলাম।।

তিনি বলেন, মমতার হাতেই বাংলা সুরক্ষিত। রফিকুলের দল বদল প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, মানুষই এর বিচার করবেন।এদিন বহুজন সমাজ পার্টির ১০০০ জনও তৃণমূলে যোগ দেন। স্বাভাবিকভাবেই উল্লসিত শাসক শিবির।

Latest articles

Related articles