এনবিটিভি, ওয়েব ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের চিঠি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে যতদিন না মামলা অন্য বেঞ্চে যাচ্ছে ততদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল থাকবে বলেই মৌখিক আশ্বাস দেন তিনি।
জানা গিয়েছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি নিয়ে আপত্তি জানায় ইডি। তাদের দাবি, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হচ্ছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এই মামলারও সেখানেই শুনানি হোক। নাহলে বিচারপ্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে।
যদিও অভিষেক বন্দোপাধ্যায়ের তরফের আইনজীবী অভিষেক মনু সিঙভি জানান “ইডি অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী একটি সংস্থা। তবে আদালতকে এভাবে প্রভাবিত করা যায় না।” তিনি অন্যান্য একাধিক মামলার উদাহরণ তুলে ধরেন যা অন্য এজলাসে শুনানি হচ্ছে।