এনবিটিভি ডেস্ক: ১৩ বছরের নাবালিকাকে অপহরণের মামলায় শিলিগুড়িতে হানা উত্তরপ্রদেশ পুলিশের। বাগডোগড়া থেকে গ্রেপ্তার দ্বীপেশ লামা (২১)। জানা গিয়েছে ৩০শে নভেম্বর উত্তরপ্রদেশের সুরজপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার দাদা শিব কুমার। তার অভিযোগ দ্বীপেশ লামা বিগত দেড় বছর ধরে উত্তরপ্রদেশে মজদুরির কাজ করে। তাদের একই মহল্লায় থাকে। একাধিক বার তার নাবালিকা বোনের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাকে। তাদের অভিযোগ অভিযুক্ত যুবক তার বোনকে প্রেমের জালে ফাঁসিয়ে ভুল বুঝিয়ে অপহরণ করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সুরজপুর থানার পুলিশ টাওয়ার লোকেশন ধরে যুবকের সন্ধান পায়। সোমবার দুপুরে বাগডোগড়া পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে যুবকের বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করে। আজ তাকে শিলিগুরি ৪নং মহকুমা আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নিয়ে উত্তরপ্রদেশ আদালতে পেশ করবে।
Related articles