বিশিষ্ট সংগীতশিল্পী কবীর সুমন জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যাই সোমবার এসএসকেএমে ভরতি হয়েছেন। তাঁর কোভিড পরীক্ষাও করানো হয়েছে, যদিও তার রিপোর্ট এখনও আসেনি।
এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভরতি রয়েছেন সুমন। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ সুমনের চিকিত্সার দায়িত্বে রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, ভরতির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। কোভিড পরীক্ষা ছাড়াও সুমনের বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে। ৭২ বছর বয়সি সুমনের অন্য কোমর্বিডিটি কিছু রয়েছে কি না, সেই দিকেও নজর রাখছেন চিকিত্সকরা।