অতি মারি করোনা আবহে বিনা মাস্ক- এ জগন্নাথ মন্দিরে কঙ্গনা, মন্দিরের প্রবেশ পথেই অপমানিত

মুখ থুবড়ে গেল কট্টর হিন্দুত্ববাদী বিজেপি তথা মোদী ভক্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। কৃষ্ণপ্রেম কঙ্গোনাকে নিয়ে আসে মুম্বাই থেকে পুরীতে। বিনা মাস্ক এ মন্দির চত্বর ঘুরলেন কঙ্গনা রানাওয়াত। ঝড়ের গতিতে ফটো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আতিমারি করোনা পরিস্থিতিতে বিনা মাস্ক এ ঘোরাফেরা নিয়ে রীতিমতো কটাক্ষের সম্মুখীন হন রানাওয়াত।

করোনার অতিমারি পরিস্থিতির স্বীকার হয়ে পুরীর জগন্নাথ মন্দির বেশ কিছুদিন বন্ধ থাকলেও জানুয়ারির প্রথম দিকে সরকারি আদেশে উন্মুক্ত হয় মন্দির প্রবেশপথ। আর সেখানেই বিনা মাস্ক এ ঘুরতে দেখা যায় বিজেপি দরদী কঙ্গনা রানাওয়াত কে। মন্দির চত্বর ঘুরে মন্দিরে প্রবেশের সময় রীতিমতো অপমানিত হন কঙ্গনা রানাওয়াত। বিনা মাস্ক এ মন্দিরে প্রবেশের অনুমতি নেই।

দেশজুড়ে একাধিক প্রশ্ন, যেখানে করোনা আবহে মানুষ বিনা মাস্ক এ ঘুরতে ভয় পায় সেখানে দেশবাসীকে ঝুঁকিমুক্ত করার বদলে কিভাবে রানাওয়াত বিনা মাস্ক এ মন্দির চত্বর ঘুরতে পারেন! যেখানে পুরোহিত-সহ সাধারন জনগন সুরক্ষা বিধি না মেনে মন্দিরে প্রবেশ করে। যেখানে সাধারন মানুষ সুরক্ষা বিধি না মেনে যেতে পারে না, সেখানে সুরক্ষা বিধি মানা তো দূরের কথা মুখে মাস্ক টুকু দেয়নি কঙ্গনা রানাওয়াত।

Latest articles

Related articles