“কন্যাশ্রী” বদলে “কন্নাশ্রী”;প্রতিবাদ জানাতে গিয়ে বিপাকে দিলীপ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

n30650664420b238e4edeb751771786f8452e7c79316748596ccaa394550fba65850a05580

বাংলায় নারী নিরাপত্তা ইস্যুতে বুধবার সংসদে গান্ধী মূর্তির পাদদেশে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ বিজেপি সাংসদরা। কিন্তু তাল কাটল পোস্টারের লেখা নিয়ে!

ঠিক কী ঘটেছিল? দিল্লিতে প্ল্যাকার্ড দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন দিলীপ-সহ বিজেপি সাংসদরা। যদিও সব বিক্ষোভ, আক্রমণের ঊর্ধ্বে উঠে পোস্টারের বানান ঘিরেই বিড়ম্বনার মধ্যে পড়তে হল বিজেপি-র রাজ্য সভাপতিকে। যে প্ল্যাকার্ড নিয়ে দিলীপ বিক্ষোভ দেখাচ্ছিলেন তাতে লেখা ছিল, ‘কন্যাশ্রী চাই না। সম্মান চাই।’ কিন্তু দেখা যায়, প্ল্যাকার্ডে কন্যাশ্রীর বদলে লেখা ‘কন্নাশ্রী’। এমনকি ‘চাই’-এ ‘ই’-এর মাত্রাও উল্টে গিয়েছে।এই ছবি সামনে আসতেই তুমুল রসিকতা শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে নেটমাধ্যমে। পরে অবশ্য ভুল বুঝতে পেরে প্ল্যাকার্ড বদলে ফেলেন দিলীপ। বানান নিয়ে দিলীপকে ব্যঙ্গ করেছে তৃণমূলও।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর