কাঠালতলী আঞ্চলিক আমসু-র কাজ দেখে সাধারণ মানুষের চোখ উঠলো কপালে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200728-WA0064

এনবিটিভি ডেস্ক,আসাম:আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্রসংস্থা আমসু-র করিমগঞ্জ জেলার কাঁঠালতলী আঞ্চলিকের ব্যবস্থাপনায় কাঠালতলী বাজারে আমছু অফিসে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিভিন্ন আকর্ষণীয় বক্তা ওনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন এবং সাথে সাথে আঞ্চলিকের কর্মকর্তারা জেলা কমিটির কাছে বেশ কয়েকটি আবেদন করেন এবং সাথে সাথে এই আবেদন গুলি আমসু-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাদিক আক্তার এবং জেলা কমিটি গ্রহণ করে নেন ।

‌এদিকে সভায় সিদ্ধান্ত হয় ১৫ দিনের ভিতরে কাঠালতলী বাজারে স্থায়ী ডাস্টবিন বসাবে আমসু। ঈদের পরের দিন কাঠালতলী এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক করার জন্য লওয়ারপুয়া ইলেকট্রিক অফিসে স্বারকপত্র প্রদান করবে আমসু। কাঠালতলী বাঘন জিপির নাসির উদ্দিনের মেয়েকে চুটিয়া রবি দাস নামের এক যুবক অপহরন করে নিয়ে গিয়েছিল কিছু দিন আগে কিন্তু দুঃখের বিষয় হল,এক সপ্তাহ হওয়ার পরও কাঠালতলী পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়,তাই আজ আমসু-র সৈনিকরা কাঠালতলী পুলিশ ফাঁড়িতে গিয়ে ৭২ ঘন্টা সময় বেঁধে দেয় পুলিশ প্রশাসনকে,অন্যথায় পুলিশ ফাঁড়ি ঘেরাও করবে বলে আমসু-র কেন্দ্রীয় কমিটি ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর