কৃতকর্মের ফল পেয়েছেন কেরিওয়াল : আন্না হাজারে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_1

কেজরিওয়াল কৃতকর্মের ফল পেয়েছেন বলে মন্তব্য করেছেন তাঁর সাবেক আদর্শিক গুরু ও প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে।

আন্না হাজারে দুর্নীতিবিরোধী আন্দোলনের পরিচিত মুখ।

কেজরিওয়াল কর্মকান্ডে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন,  তিনি আমার সঙ্গে মদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। আর এখন মদ নিয়ে নীতি প্রণয়ন করছেন। তিনি যে গ্রেপ্তার হয়েছেন, এটা তাঁর কর্মফল।’

উল্লেখ্য, ২০১০ সালে দেশে দুর্নীতি রোধে লোকপাল আইন পাসের দাবিতে কয়েক দফায় আমরণ অনশন করেন আন্না হাজারে ও কেজরিওয়াল। সে সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস সরকার।

সেই বিক্ষোভের পর কেজরিওয়াল ও অলাভজনক ইন্ডিয়া এগেইনস্ট করাপশনের কয়েক সদস্য মিলে তৈরি করেন আম আদমি পার্টি (এএপি)।

সে সময় আন্না হাজারে কেজিওয়ালের এএপি গঠন নিয়ে খুশি হননি।

দিল্লির আবগারি (মদ) নীতিসংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত নভেম্বর থেকে ৯ দফায় কেজরিওয়ালের বিরুদ্ধে সমন জারি করেছিল ভারতে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে তিনি সেসব সমনে হাজির হননি।

গত সোমবার গ্রেপ্তার এড়াতে আইনি সুরক্ষা চেয়ে কেজরিওয়াল দিল্লির হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। ওই দিনই তা খারিজ করে দেওয়া হয়। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর