শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: জামাই পরব উপলক্ষ্যে একদিন ব্যাপী ৮ টি দলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল কেশিয়াড়ী ব্লকের সাতরাপুর পঞ্চায়েতের কমলাপুর ফুটবল ময়দানে। মকর সংক্রান্তি উপলক্ষ্যে গত শনি ও রবিবার জামাই পরবের আয়োজন করা হয়েছিল কমলাপুর এলাকায়। এই পরবকে ঘিরে জঙ্গলমহল এলাকায় বিশেষ জনজাতিভুক্ত সম্প্রদায়ের মানুষদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল ব্যাপক।
খেরয়াল সাঁওতা আরিচালি লাওন্তা গাঁওতা ব্যানারে এই অনুষ্ঠাটি পরিচালনা হচ্ছে বলে জানান এক উদ্যোক্তা। দুই দিন ব্যাপী এই পরবের রবিবার ছিল শেষ দিন। এদিন ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন, মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন উদ্যোক্তারা। বিশেষত পরিবারের ভাই বোন, আত্মীয়স্বজন, জামাইদের আমন্ত্রণ জানানো হয়। কারন সবাই সারা বছর যে যেখানে থাকুক, বছরে এই পরবে সবাই উপস্থিত হয়ে সবাই একে ওপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করে ,আনন্দে মেতে উঠে।
কমলাপুর, রাণীবাঁধ, তালাডিহি, কুচলাচাটি এলাকার মানুষজন এই উৎসবে মেতে ওঠেন। শুধু প্রতিযোগিতা নয় আদিবাসী সংস্কৃতি ধামসা মাদলের তালে সাংস্কৃতিক কর্মসূচি চলে দুদিন ধরে। মাথায় কলসী নিয়ে নৃত্যের বিশেষ আকর্ষণ থাকে প্রতিবছর। রবিবার সন্ধ্যায় সারা দিন ধরে চলা ফুটবল প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী সভা আয়োজিত হয়। এদিনের এই পুরষ্কার বিতরনী সভায় বিজয়ী ও বিজীত দুই দলের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। বিজয়ী হয় লক্ষ্মণ মান্ডি স্পোর্টিং ক্লাব, বিজীত হয় জি টি কাদাম ঝর্না ক্লাব। পুরষ্কার বিতরনী সভা শেষে সারারাত্রী ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল এদিন। পুরষ্কার বিতরনী সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ভদ্র হেমব্রম,কেশব হাঁসদা, ঠাকুর মুর্ম্মু, পূর্নচন্দ্র সরেন, অনুষ্ঠানের মূল উদ্যোক্তা দুর্গাপ্রসাদ হেমব্রম সহ অনেকেই।