আবারও ধ্বস হিমাচলে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

n3063570949cc7b05924ab94154169760683389cf0e8f314e3bf33350e768cff47a56f61f9

ফের ভয়াবহ ধসের সাক্ষী থাকতে হল হিমাচল প্রদেশকে। এবার চলন্ত বাসের ওপর ভেঙে পড়ল একের পর এক পাথর। ধাক্কায় বাস থেকে ছিটকে যান চালক, খাদের কিনারায় ঝুলতে থাকে বাস, আটকে বহু বাসযাত্রী। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কিন্নরে। জানা গিয়েছে, ওই বাসটি রামপুর থেকে নিছারে যাচ্ছিল, সেই সময়ই পাহাড়ের ধসের মাঝে বাসটি আটকে পড়ে। পাথরের ধাক্কায় বাস থেকে চালক ছিটকে বেরিয়ে যান। গুরুতর আহত তিনি এবং তার সঙ্গী। এই ঘটনায় ৪০ জনের বেশি আটকে পড়েছেন বাসে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। সূত্রের খবর, বাস ক্ষতিগ্রস্থ হয়েছে তো বটেই, পাথরের তলায় আরও কয়েকটি গাড়ি চাপা পড়ে রয়েছে।

সেই প্রেক্ষিতেই অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ সুপার এই ধস নামার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন যে, সেনাবাহিনী, আইটিবিপি, পুলিশ ও হোমগার্ডরা ঘটনাস্থানে পৌঁছেছে এবং তারা উদ্ধারকাজ চালাচ্ছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি এখনও বলে জানা গিয়েছে। হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন যে, দ্রুত গতিতে উদ্ধারকাজ চলছে এবং আরও তথ্য অল্প সময়ের মধ্যেই পাওয়া যাবে। উল্লেখ্য, কিছুদিন আগেই ব্যাপক ধস নামার ঘটনা ঘটেছিল এই হিমাচলেই। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর