এনবিটিভি ডেস্ক: প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র হাসপাতালে ভর্তি হলেন। তাঁর সামান্য জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। পাশাপাশি তিনি কিডনির অসুখেও ভুগছেন। আপাতত তাঁকে ICU-তে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জানা গিয়েছে, তাঁর শীঘ্রই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে কোভিড টেস্ট করা হবে। তবে ওই বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে সোমেন মিত্রের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
তাঁর পরিবার সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন সোমেন মিত্র। আচমকাই তাঁর ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন পারিবারিক চিকিৎসক।