বামেদের ভীত শক্ত করতে অন্য দল থেকে বামে আসার হিড়িক পড়েছে

এনবিটিভি ডেস্ক,চাঁচল: সামনে বিধানসভা ভোটে চাঁচল বিধান সভায় বামেদের ভীত শক্ত করতে অন্য দল থেকে বামে আসার হিড়িক পড়েছে।সোমবার দিন চাঁচল ১ নং ব্লকের অলিহন্ডা অঞ্চলের শীতলপুর বুথের প্রায় ৫০ টি পরিবারের যুবরা কংগ্রেস-তৃণমূল-বিজেপি ছেড়ে সিপিআইএম এর যুব সংগঠন DYFI-এ যোগ দিলেন।

উল্লেখ্য যে কিছুদিন আগেই চাঁচল ব্লকের এই অঞ্চলে ২৫ জন যুবক তৃণমূল ছেড়ে DYFI এ যোগ দেন এবং তাদের পরিবারের সদস্যরা সিপিআইএম এ যোগ দেন।

যোগদান করা এক ব্যক্তি বলেন স্থানীয় যুব নেতা তথা DYFI চাঁচল লোকাল কমিটির সদস্য তারিক আজিজ-এর উদ্যোগে তাদের হাতে সংগঠনের পতাকা তুলে দিলেন DYFI চাঁচল লোকাল কমিটির সম্পাদক সানাউল্লাহ খাঁন ।

Latest articles

Related articles