রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বামফ্রন্টের বিক্ষোভ মিছিলে ধুন্ধুমার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

বিক্ষোভ মিছিল।
বিক্ষোভ মিছিল।

এনবিটিভি ডেস্কঃ রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বামফ্রন্ট নেতা মহাম্মদ সেলিম ও বিমান বসুর নেতৃত্বে হাওড়ার জয়পুর থেকে রানিহাটি পর্যন্ত বিক্ষোভ মিছিল আয়েজন করা হয়। আজ এই বিক্ষোভ মিছিল রুক্ষতে বিভিন্ন যায়গাতে রাজ্য প্রশাসন বেরিকেট দিয়ে আটকানোর চেষ্টা করে। পুলিশের সঙ্গে বামফ্রন্ট কর্মীদের ধস্তা ধস্তি হয়। এরপরেও মিছিলের কর্মসূচী এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বামফ্রন্ট নেতৃত্বরা।

মিছিল চলাকালীন রাজ্য প্রশাসন মিছিলকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বামফ্রন্টের রাজ্য সম্পাদক মহাম্মাদ সেলিম হুঁশিয়ারি দিয়ে বলেন, “পুলিশের কাজ সমজাকে নিরাপত্তা দেওয়া। কিন্তু তার পরিবর্তে শাসক দলের গোলামী করছে।”

তিনি আরও বলেন, “আনিস খান সহ রামপুরহাটে যে সমস্ত সাধারণ নিরিহ মানুষের প্রান গিয়েছে তার হিসাব আমরা তিল তিল করে বুঝে নেব। রাজ্যে স্বৈরাচারী শাসন চলছে।

এদিন মিছিলের মাঝ থেকে প্রশাসনের কটাক্ষ করে মহাম্মদ সেলিম বলেন, “পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃনমূলের ঝাণ্ডা ধরো।

এদিনে বামফ্রন্টের এই বিক্ষোভ মিছিলে হাজারও মানুষের পা মেলাতে দেখা যায়। তাদের দাবী আনিসের হত্যার সঙ্গে যুক্ত ব্যাক্তিদের দ্রুত খুঁজে বের করতে হবে তার সঙ্গে রামপুরহাটে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার সঠিক ও নিরপেক্ষ তদন্ত  করতে সরকারকে।  

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর