বাম-তৃণমুলের একসাথে মাল্যদান নেতাজির মূর্তিতে

এনবিটিভি ডেস্ক, আসানসোল: শনিবার নেতাজির ১২৫তম জন্মদিন উপলক্ষে কুলটির সাকতোরিয়াতে এক অনুষ্ঠানে নেতাজির মূর্তিতে একসঙ্গে মাল্যদান করতে দেখা গেল বামফ্রন্ট ও তৃণমুল কংগ্রেসের নেতাদের। বিষয়টি নিয়ে কুলটির তৃণমূল ব্লক সভাপতি বিমান আচার্য বলেন, নেতাজিকে সবাই শ্রদ্ধা করে। নেতাজি কোন বামপন্থী বা ডানপন্থী নয়। ওনাকে সবাই শ্রদ্ধা করেন।তাই এটা কোন ব্যাপার নয়। এবং এই শ্রদ্ধার্ঘেও পশ্চিমবঙ্গে বিজেপি শেষ বলে কটাক্ষ করেন তিনি।

Latest articles

Related articles