আসানসোল শিল্পতালুকে আদিবাসী মহিলা শ্রমিকের দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয়দের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

নিউজ ডেস্ক : পশ্চিম বর্ধমানের আসানসোল জামুরিয়া শিল্প তালুকের সুপার ইসমাইল তার লিমিটেড কারখানা একালায় আজ সকালে এক দুর্ঘটনার শিকার হন আদিবাসী মহিলা শ্রমিক। সকাল সকাল এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কারখানা গেট চত্বর। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে, স্থানীয় আকল্পুর করা পাড়ার বাসিন্দা বছর ৪২ এর ওই মহিলা কারখানার ক্যান্টিনে কাজ করেন। আজ সকাল আটটার সময় ডিউটি জয়েন করে আসবার সময় তার ওপরে কারখানার পণ্যবাহী গাড়ি চাপা দিয়ে যায়। সাথে সাথে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে দূর্গাপুর হেলথ ওয়াল্ড এ চিকিৎসার জন্য পাঠানো হয় কিন্তু দীর্ঘ বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার তো এখনো পর্যন্ত পেশেন্টের কি কন্ডিশন আছে তা কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে ঠিকমত না বলার জন্য এবং যোগাযোগ না করার জন্য উত্তেজিত হয়ে পড়ে জনতা শেষ পর্যন্ত কারখানার গেট বন্ধ করে এবং পরিবহন যানবাহন বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। দীর্ঘক্ষণ উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। কারখানা কর্তৃপক্ষ ঘটনায় উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়েছে বলে জানা গিয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর