লকডাউনে মালদায় জারি কড়া সতর্কতা

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: তৃতীয় সপ্তাহের লকডাউনএ একই চিত্র ধরা পড়ল মালদা জেলার মোথাবাড়ি থানা অন্তর্গত এলাকার। সকাল থেকেই পুলিশের কড়া নজরদারি, তার সাথে সাথে রাস্তায় অকারণে বেরোনো লোকদের ফিরিয়ে দেওয়ার ছবিও ফুটে উঠেছে ক্যামেরায়। লকডাউন থাকা সত্ত্বেও যারা এই লকডাউন কে উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে ঘোরাঘুরি করছে, মুখে মাক্স নেই এরকম একাধিক জনকে আটক করা হয়েছে মোথাবাড়ি থানার পক্ষ থেকে।

রাজ্য সরকারের নির্দেশ মোতাবিক মোথাবাড়ি থানার ওসি বীটুল পাল এর নেতৃত্বে, মোথাবাড়ি থানার অন্তর্গত প্রতিটি এলাকাতে কড়া নজরদারি রেখেছে বিশাল পুলিশবাহিনী। লকডাউন কে উপেক্ষা করে কেউ রাস্তায় বেরোলে তাদেরকে ফিরে যেতে হচ্ছে বাড়ির দিকে।

Latest articles

Related articles