লোগো ও নাম বদল ইস্ট বেঙ্গলের;নতুন নামেই আইএসএল খেলবে লাল হলুদ শিবির

এনবিটিভি ডেক্স: আগেই বদলেছিল বাগান। এবার বদলাল ইস্ট বেঙ্গলও। শনিবারের বারবেলায় ইস্ট বেঙ্গলের নতুন লোগো প্রকাশ করল শ্রী সিমেন্ট। ক্লাবের নতুন নাম হল এসসি ইস্টবেঙ্গল। এই নামেই আইএসএলের মাঠে নামতে চলেছে লাল হলুদ শিবির।

আইএসএলের সরকারি ওয়েব সাইটে নয়া লোগো প্রকাশিত হওয়ার পর নাম ঘোষণা করা হবে গোয়ায় দলের সঙ্গে যাওয়া ফুটবলারদের। এদিন টুইটারে নতুন লোগো প্রকাশ করা হয়। লোগোর রং এবং মশাল একই থাকছে। ওপরের দিকে বিনিয়োগকারী শ্রী সিমেন্টের নামের আদ্যক্ষর এসসি যুক্ত। দু পাশে তিনটি করে মোট ৬ টি ষ্টার রয়েছে। তৈরি হয়েছে নয়া দুটি স্লোগানও। একটি হল, ছিলাম, আছি, থাকব। অন্যটি এল বাংলার ব্রিগেড।

Latest articles

Related articles