অলিম্পিকের আর্টিস্টিক স্যুইমিংয়ে ইজরায়েলের সাথে মাধুরী দীক্ষিতের “আজা নাচলে”

আর্টিস্টিক স্যুইমিংয়ে দেশের কোন প্রতিযোগী নেই, তাও ভারতীয় নেটিজেনদের মধ্যে ভাইরাল সেই ইভেন্টের ভিডিও। কারন? মাধুরী দীক্ষিতে অতি জনপ্রিয় “আজা নাচলে”।

আর্টিস্টিক স্যুইমিংয়ের ড্যুয়েট ফ্রি রুটিন প্রিলিমিনারিতে অংশগ্রহন করেছিলেন ইজরায়েলি জুটি ইডেন ব্লেচার- শেলি ব্রব্রিটস্কি। তাদের দুর্দান্ত পারফর্মেন্সে ইডেনরা ব্যবহার করেছেন বলিউডের জনপ্রিয় আজা নাচলে গানটি।

 

ইজরায়েলি জুটি ফ্রি ডুয়েট রাউন্ডে বলিউডি গানের তালে দুর্দান্ত পারফর্মেন্স করে মন কাড়লেও ফাইনালে অংশগ্রহনের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন। পরের টেকনিক্যাল রুটিন রাউন্ডে আশানুরুপ পারফর্ম করতে না পারায় ইভেন্টটি থেকে বিদায় নিতে হয়েছে ইডেনদের।

Latest articles

Related articles