
লখনউ শহরের শ্মিনা শাহ বাবার মাজারের পাশে একটি মাদ্রাসা, ১০টি দোকান ও ৩৬টি ঝুপড়ি বাড়ি পুলিশি পাহারায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে বলছেন, মুসলিমদের লক্ষ্য করে এমন অভিযান চলছে এবং এটি ধর্মীয় বৈষম্যের উদাহরণ।
এই এলাকায় অবস্থিত কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি দাবি করে, মাদ্রাসাটি বেআইনি জমিতে তৈরি। প্রশাসনের কথা অনুযায়ী, ছয় মাস আগেই নোটিশ দেওয়া হয়েছিল। তবে এলাকাবাসীর অভিযোগ, মুসলিমদের চাপের মুখে ফেলার জন্যই এই কাজ করা হয়েছে। মাদ্রাসার শিক্ষকরা চোখের সামনে প্রতিষ্ঠান ধ্বংস হতে দেখে শোকাহত এবং অনেকেই এখন গৃহহীন বলে জানা গিয়েছে।
উত্তরপ্রদেশে প্রশাসন ১২টি মাদ্রাসাকে বেআইনি বলে ঘোষণা করেছে। অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, এটি ধর্মের ভিত্তিতে নিপীড়নের ছবি এবং তারা সঠিক ন্যায়-বিচারের জন্য দাবি জারি করে।