এনবিটিভি ডেস্কঃ রবিবার করোনায় আক্রান্ত হলেন মালদা জেলাশাসক রাজর্ষি মিত্র, এবং তার স্ত্রী সহ অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরীও। গত দু’দিন ধরে শরীরের মধ্যে জ্বর ছিল এবং রবিবার করোনা পরীক্ষা করার পর করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই তারা হোম আইসোলশনে রয়েছেন।
উল্লেখ্য, রাজ্যে প্রত্যহ বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। এদিকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকা প্রদানের কাজ শুরু হয়। এই টিকা প্রদানে কতটা কার্যকারী হয় তা সময় বলে দেবে। অন্যদিকে ওমিক্রনের মতো করোনার নয়া রুপের আক্রান্ত্রের হারও দুড়দুড় করে বাড়ছে। শঙ্কিত রাজ্যবাসী। সেজন্য রাজ্যে সরকার সোমবার থেকে আধা লকডাউন ঘোষণা করেছে, যাতে করোনা আক্রান্তের হার কমে।
সুত্রের খবর, স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে বর্তমানে প্রত্যেকেই হোম আইসোলশনে রয়েছেন। যদিও শারীরিক অবস্থা বর্তমানে সুস্থ রয়েছে তাদের প্রত্তেকেরই।