আজ সকাল ১০.৪৫ মিনিটে রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্তিতিতে অনাড়ম্বর ভাবে আয়োজিত হল এই অনুষ্ঠান। হাতে গোনা কয়েকজনের উপস্থিতিতে পালিত হল এই শপথ অনুষ্ঠান। তৃনমূল সূত্রে জানানো হয়েছিল, বিরোধী দলের দিলীপ ঘোষ, অধীর চৌধুরী, বুদ্ধদেব ভট্টাচার্য-সহ বেশ কিছু নেতানেত্রীকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু, এলেন না শীর্ষ কোনো বিরোধী নেতাই। অধীর তো আবার সাফ জানিয়ে দিলেন, তাঁর কাছে কোনো আমন্ত্রণ পত্র আসেনি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমন্ত্রণ পেয়েও বলে দিলেন যাবেন না তিনি। বলেছেন, “আমি যাচ্ছিনা। আমাদের কর্মীদের মারা হচ্ছে। বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, রাজ্যজুড়ে ভোট পরিবর্তী হিংসা অব্যাহত। অভিযোগ উঠছে সব দলের বিরুদ্ধেই। করোনার পাশাপাশি এই হিংসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।