বিজেপিকে ‘বাংলাবিরোধী’ বললেন মমতা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

মমতা

আবারো সিএএ নিয়ে কড়া মন্তব্য মমতার। কোচবিহারের মাথাভাঙ্গার গুমানিরহাট উচ্চবিদ্যালয় ময়দানে মমতা বলেন, আমরা সিএএ, এনআরসি মানছি না। এ রাজ্যেও কার্যকর করতে দেওয়া হবে না

এ সময় বিজেপিকে ‘বাংলাবিরোধী’ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন , ‘বিজেপি এবার এ রাজ্যে এজেন্সি দিয়ে নির্বাচন করাতে চায়। আপনারা রুখে দাঁড়ান। আমরা মানছি না নির্বাচন নিয়ে ভারতের কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, ইডি, আইটি এবং এনআইএর পাঁয়তারাকে। রুখে দাঁড়াতে হবে আপনাদের। মাথানত করবেন না এজেন্সির কাছে। বিজেপি বলছে—“ভোট দাও, এজেন্সি থেকে মুক্তি পাও”।’

মমতা আরও বলেন, তারা সংবিধান মানে না। আইন মানে না। তারা বাংলাবিরোধী। তারা চায় এক দেশ এক দল। বিজেপি এই কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই, আইটি এবং এনআইএ দ্বারা হেনস্তা করছে। তাই তাদের কাছে মাথানত করবেন না। তাদের শিক্ষা দিন। রুখে দাঁড়ান।’ তিনি আরও বলেন, সেই ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তারা অত্যাচার চালাচ্ছে রাজ্যব্যাপী।

মমতা বলেন, আপনারা তো এ রাজ্যেরই নাগরিক। আবার কিসের নাগরিকত্ব? ওই নাগরিকত্বের ফরম পূরণ করলেই আপনারা ফের বাংলাদেশি হয়ে যাবেন। আর এ রাজ্যের কোনো আর্থিক কর্মসূচির আওতায় থাকতে পারবেন না। পাবেন না লক্ষ্মীর ভান্ডার থেকে এ রাজ্যের কোনো সুযোগ–সুবিধা। আপনারা হারাবেন নাগরিকত্ব।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর