শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ফারাক্কা চুক্তির নবায়ণ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যকে এড়িয়ে এই চু্ক্তি করার অভিযোগে সরব হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। চুক্তিটির নবায়নকে বাংলাকে ‘বিক্রি করার পরিকল্পনা’ হিসেবেও বর্ণনা করা রাজ্য সরকারের তরফ থেকে।
তৃণমূলের বক্তব্য, “ফরাক্কা-গঙ্গা চুক্তিতে রাজ্য সরকারও পক্ষ। কিন্তু চুক্তি নবীকরণের বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি। যা অত্যন্ত খারাপ। এই চুক্তি বাবদ রাজ্য সরকারের যে পাওনা টাকা, তা-ও বকেয়া রয়েছে। গঙ্গার ড্রেজ়িংয়ের কাজ বন্ধ হয়ে গিয়েছে। যা বাংলায় বন্যা এবং ভাঙনের প্রাথমিক কারণ হয়ে উঠেছে।
ভারত-বাংলাদেশের মধ্যে গঙ্গার জল নিয়ে চুক্তি হয়েছিল ১৯৯৬ সালে । সেই চুক্তিতে শরিক ছিল একাধিক রাজ্য সরকার। ওই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে।