মণিপুর হিংসা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি জমা দিলেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মণিপুর হিংসা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁর কাছে স্মারকলিপি জমা দিলেন বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন অধীররঞ্জন চৌধুরী, শরদ পাওয়ার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সঞ্জয় রাউত প্রমুখ।

আরজি জানানো হয়েছে, মণিপুরের বিষয়ে তিনি যেন হস্তক্ষেপ করেন। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব রাষ্ট্রপতির কাছে আরজি জানিয়েছেন, মণিপুরের দুই ভিন্ন জাতির দু’জন মহিলাকে রাজ্যসভার সদস্য হিসেবে যেনো নির্বাচিত করা হয়।

Latest articles

Related articles