ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। রাজ্যজুড়ে জোড়কদমে চলছে প্রচার। এবার ভোটের একটা অন্যতম মোড় সিপিএম কংগ্রেস আইএসএফ জোট। ভোট প্রচারে পিছিয়ে নেয় এই জোটও। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইতিমধ্যেই ঘোষণা করেছে আগামী 27 এ মার্চ হতে চলেছে কংগ্রেসের মহাপ্রচার। আর সেই প্রচারে কলকাতা আসছেন কংগ্রেসের সমস্ত হেভিওয়েট নেতারা । থাকছেন সোনিয়া গান্ধী, প্রিয়ংকা গান্ধী, রাহুল গান্ধী, ডঃ মনমোহন সিং, মল্লিকার্জন খাড়গে, নভজোত সিং সিধু সহ আরও গুরুত্বপূর্ণ কংগ্রেস নেতা নেত্রীগণ।এছাড়াও উক্ত প্রচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অধীর চৌধুরী সহ পশ্চিমবঙ্গের সকল কংগ্রেস মুখপাত্রগণ।