কান্দি বাস স্ট্যান্ড চত্বরে কান্দি মহকুমা আধাকারীকের উদ্যোগে মাস্ক বিতরণ চললো

জৈদুল সেখ, কান্দিঃ মুর্শিদাবাদ জেলার কান্দি বাস স্ট্যান্ড চত্বরে কান্দি মহকুমা আধিকারিক সাগর রানার নেতৃত্বে সাধারণ মানুষদের মাস্ক বিতরণ করা হলো, এদিন কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রানা ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষ সহ একাধিক পুলিশ আধিকারিক।

কান্দি বাস স্ট্যান্ড চত্বরের পাশাপাশি কান্দি শহরে একাধিক বাজারে মাস্ক বিহীন সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করে কান্দি মহকুমা পলিক প্রশাসন, পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ।

Latest articles

Related articles