নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় থানা এলাকার ঘটকপুকুরের চৌমাথায় সকাল বেলা আগুন লেগেছে একটি দোকানে। সেই আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের বেশ কিছু দোকানে। মমতাজ মিষ্টান্ন ভান্ডার এর পার্শ্ববর্তী গাজীদের একটি দোকানে অজ্ঞাত কারনে লাগা আগুন এখনো পর্যন্ত ছড়িয়ে পড়েছে আশপাশের বেশ কিছু দোকানে। এখনো পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের বলে জানা গেছে। বেশ কয়েকজন মানুষ অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। উপস্থিত লোকজনের দ্বারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভাঙ্গড় থানার বিশাল পুলিশবাহিনী।
আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল বাহিনীকে খবর দেয় পুলিশ। দমকল আসতে দেরি করায় আগুন এর তীব্রতা অনেকটাই বেড়ে গিয়েছে।তবে শেষ পর্যন্ত দমকল বাহিনী এসে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে। দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে।