হজের মরশুমে কাবা প্রাঙ্গণে কোটি লিটার জমজমের জল বিতরণ,অবাক করা তথ্য উঠে এল সামনে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

kiran-hajj-20220519122539

চলতি বছরের হজের মরশুমে পবিত্র মসজিদুল হারামে প্রায় এক কোটি ২০ লাখ লিটার জমজমের জল বিতরণ করা হয়েছে।

অন্যদিকে জিলহজ মাসের প্রথম ১৫ দিনে সারা বিশ্বের হজযাত্রীদের মধ্যে জমজমের এই জল বিতরণ করা হয়।

১৬ জুলাই এই তথ্যটি নিশ্চিত করেছে মসজিদুল হারাম ও মসজিদ-ই-নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।

পবিত্র মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের জল বিতরণের বিষয় গুলি যিনি দেখেন বিতরণবিষয়ক প্রধান ড. আবদুর রহমান আল জাহরানি জানান, জেনারেল প্রেসিডেন্সি বিভাগ, এইবার মসজিদ প্রাঙ্গণে ও এর আশপাশের থাকা হজযাত্রীদের মধ্যে ৯ লাখ ৯০ হাজার লিটার জমজমের জল বিতরণ করা হয়েছে।

প্রায় ৩০ লাখ বোতলে তা চতুর্দিকে বিতরণ করা হয়। এমনকি এই জল গুলি বিতরণ করতে প্রায় এক হাজার একশো পঞ্চাশ জন কর্মী নিয়োগ করা হয়। দিনে প্রায় পাঁচবার করে এসব বোতল, কনটেইনার ও ট্রলি ভর্তি করা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর