গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মুখপাত্রের পদত্যাগ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_1

গাজায় ইসরায়েলের হামলার পক্ষে থাকায় পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার মুখপাত্র। গাজা ভূখন্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলা নিয়ে ওয়াশিংটনের নীতির বিরোধিতা করে   বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পদত্যাগপত্র জমা দেন তিনি।

হালা রাহারিত দুবাই আঞ্চলিক মিডিয়া হাবের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তিনি ১৮ বছর আগে একজন রাজনৈতিক ও মানবাধিকারবিষয়ক কর্মকর্তা হিসেবে স্টেট ডিপার্টমেন্টে যোগ দেন বলে জানিয়েছে
মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন-এ হালা রাহারিত লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে ১৮ বছর মর্যাদাপূর্ণ সেবা প্রদান করার পর আমি এপ্রিল ২০২৪ সালে পদত্যাগ করেছি’।

এর আগেও মানবাধিকার ইস্যুতে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। তাদের মধ্যে আছেনপররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ব্যুরোর অ্যানেল শেলাইন ও পররাষ্ট্র দপ্তরের (স্টেট ডিপার্টমেন্ট) কর্মকর্তা জোশ পল। এছাড়াও পদত্যাগ করেছেন শিক্ষা বিভাগের  সিনিয়র কর্মকর্তা তারিক হাবাশ।

উল্লেখ্য ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর