বিশ্বজিৎ কর্মকার, ডোমকল: ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলের প্রধান আঙ্গুরা বিবির উদ্যোগে মুর্শিদাবাদ জেলার জননেতা তথা রানীনগর 63 বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক সৌমিক হোসেনকে সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান আয়োজিত হলো।
এই মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দলনেতা তজিমু উদ্দিন খান। রানিনগর ১ পঞ্চায়েত সমিতির প্রতিনিধি আনিসুর রহমান , ডোমকল পৌরসভার 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিরাজুল সেখ, প্রধান প্রতিনিধি আসাদুল ইসলাম । অঞ্চল সভাপতি ইনসুর আলী সরকার- সহ প্রত্যেক অঞ্চলের সদস্য ও নেতৃবৃন্দ । এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কামাল জুনিয়র হাই স্কুল ফুটবল মাঠে ।