নিউজ ডেস্ক : করোনার আঘাত এবং লকডাউন এর ধাক্কায় বেসামাল আপামর ভারতীয় অর্থনৈতিক অবস্থা। কিন্তু তারপরেও মোদি সরকার বাড়িয়ে চলেছে পেট্রোল ডিজেল দুধ রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম। এবার বাড়ল রেলের ভাড়া। কিন্তু আশ্চর্যজনক ভাবে মোদি সরকার এই ভাড়া বৃদ্ধির সপক্ষে এক অদ্ভুত যুক্তি খাড়া করেছে। অকারনে যাতে কোনো যাত্রী ট্রেন সফর না করে সেজন্যই নাকি বৃদ্ধি করা হয়েছে ভাড়া এমনই যুক্তি দেয়া হয়েছে মোদি সরকারের তরফ থেকে।
উল্লেখ্য করোনার লকডাউন এর সময় থেকে দেশব্যাপী সাধারণ প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। গত ডিসেম্বর মাস থেকে বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু খুব সাম্প্রতিক সময়ে মোদি সরকার স্বল্প দূরত্বের টিকিটের দাম বৃদ্ধি করে। যার ফলে সমস্যায় পড়ে বেসামাল অর্থনৈতিক অবস্থায় পতিত সাধারণ যাত্রীরা। তবে ভাড়া বৃদ্ধি যে আদতে সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষা করা হয়েছে এটা বোঝানোর জন্য প্রেস ইনফরমেশন বিউরো ইন্ডিয়ার তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, স্বল্প দূরত্বের ভ্রমণের জন্য টিকিটের দাম খানিকটা বৃদ্ধি করা হয়েছে সাধারণ যাত্রীদের বিনা কারণে সফর অনুৎসাহিত করার জন্য। এর ফলে করোনার আবহে সামাজিক দূরত্ব বৃদ্ধি রক্ষায় আরও সুবিধা হবে। তবে এমন উদ্ভট যুক্তি সাধারণ মানুষ বোঝে তার প্রমাণ পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখলেই।
দেশের অন্যান্য রেলওয়ে জোন এর সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব রেল, পূর্ব রেল এবং নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের ক্ষেত্রেও বৃদ্ধি করা হয়েছে ভাড়া। রেলওয়ে কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে, বর্তমানের প্যাসেঞ্জার ট্রেন গুলিতে রিজার্ভেশন টিকিট ছাড়া সফর করা সম্ভব নয়। সেকেন্ড সিটিং নিতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মিলছে না কোন কনসেশন ও। তার ওপরে এই ভাড়া বৃদ্ধি সাধারণ যাত্রীদের ওপর যে এক বিরাট বোঝা তা বোঝা কঠিন নয়।