বাদল অধিবেশন: মণিপুর হিংসা নিয়ে উত্তাল সংসদ; প্রথম দিনেই মুলতুবি হয়ে গেল সংসদ

এনবিটিভি, ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার বাদল অধিবেশনের প্রথম দিনেই মুলতুবি হয়ে গেল সংসদ। মণিপুর হিংসা নিয়ে প্রবল তর্ক বিতর্কের মধ্যেই সংসদের দুই কক্ষে বৃহস্পতিবারের মতো অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

এদিন শুরু থেকেই মণিপুর প্রসঙ্গ নিয়ে কেন্দ্রের তুমুল বিরোধিতা করার পরিকল্পনা করেছিল বিরোধী দলগুলি। পাল্টা চাল তৈরি করে রেখেছিল বিজেপিও।

মণিপুর হিংসার পাল্টা হিসেবে বাংলার পঞ্চায়েত নির্বাচনে হিংসার কথা তোলে বিজেপি। বিজেপির বক্তব্য, “বাংলার পঞ্চায়েত নির্বাচনে নির্লজ্জভাবে হিংসা হয়েছে। বিজেপির পাশাপাশি বাম-কংগ্রেস কর্মীরাও খুন হয়েছেন। সেই নিয়ে কংগ্রেস কেন কিছু বলছে না?”

জানা গিয়েছে, এদিন ৭৮ দিন পরে মণিপুর হিংসা বিষয় নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, “আমরা সমস্ত বিষয় নিয়েই আলোচনার জন্য তৈরি আছি। কিন্তু বিরোধীরা আসলে আলোচনা করতে চায় না। শুধু অজুহাত দেওয়াই ওদের কাজ।”

Latest articles

Related articles