গাজায় গত পাঁচ মাসের বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় অন্তত ১৩ হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।
অনেক শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। ক্ষুধা ও অপুষ্টিতে কাতর এই শিশুদের অনেকেরই শরীরে ‘কান্নার মতো পর্যাপ্ত শক্তি’ অবশিষ্ট নেই বলে জানিয়েছে ইউনিসেফ।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, গাজায় আরও হাজারো শিশু আহত হয়েছে। কিন্তু এসব শিশু কোথায় আছে আমরা সেটাও জানি না।
তিনি আরও বলেন, ৭ অক্টোবরের পর থেকে গাজায় যে পরিমাণ শিশুর মৃত্যু হয়েছে, বিশ্বে আর কোনো সংঘাতে আমরা এমনটা দেখিনি।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, পাঁচ মাসের বেশি সময়ে গাজায় ইসরায়েলি হামলায় ৩১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।