দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার সহ ৩ জনকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ

গোলাম হাবিব,মালদা: বিধানসভা ভোটের আগে বড়োসড়ো সাফল্য পেল মালদা জেলার মোথাবাড়ি থানার পুলিশ। দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার সহ ৩ জনকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, তিনজন দুষ্কৃতী মোথাবাড়ি থানার অন্তর্গত পাগলাহাট সংলগ্ন এলাকায় বিউটি পার্কে মঙ্গলবার রাত জড়ো হয়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। এবং মোথাবাড়ি থানার পুলিশের গাড়ি ওই এলাকায় ছিল বলে তড়িঘড়ি গিয়ে ওই তিনজন দুষ্কৃতী কে ধরে ফেলে। দুই জনের কাছ থেকে উদ্ধার হয় দুই রাউন্ড কার্তুজ সমেত দুটি আগ্নেয়াস্ত্র। একটি হাসুয়া ও একটি সাবল ।
ধৃত তিনজন দুষ্কৃতী মধ্যে দুজনের বাড়ি ঝাড়খন্ডে রাজ্যের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার এলাকায় । বাকী আর এক অভিযুক্তের বাড়ি মোথাবাড়ি থানার বাঙ্গি টোলার গসাইহাটে।
মোথাবাড়ি থানার পুলিশ তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে পুরো ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ।

Latest articles

Related articles