Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

মণিপুর গিয়ে মণিপুরবাসীর দুঃখ শুনলেন ইন্ডিয়া জোটের সাংসদরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

download (1)

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মণিপুর গিয়ে মণিপুরবাসীর দুঃখ শুনলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। চুড়াচাঁদপুর যান বিরোধী পক্ষের সাংসদরা। সেখানে সরকারি ত্রাণ শিবিরে যারা আশ্রয় নিয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলেন তাঁরা।

অধীর রঞ্জন চৌধুরী বলেন, “ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে, ওরা ভীষণ ভয়ে আছে। কারও সঙ্গে কথা বলার সাহস পাচ্ছে না। ওরা জানে সরকার ওদের পাশে দাঁড়াবে না। সরকারের উপর ভরসা হারিয়ে ফেলেছে ওরা। ভয়ংকর পরিস্থিতি।”

তিনি আরো বলেন, “আমরা এসেছি মানুষের দুঃখ ভাগ করে নিতে। রাজনীতি করতে নয়। ওরা আজ সিবিআইয়ের কথা বলছে। এতদিন কোথায় ছিল?” তৃণমূলের সুস্মিতা দেবও বলেন, আমরা কুকিদের কথাও শুনব। মেইতেইদের কথাও শুনব। সবার কথাই শোনা উচিত।”

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর