বিভিন্ন দাবী-দাওয়া পূরণ না হওয়ায় রাজ্য ইলেক্ট্রিসিটি বোর্ডের মুর্শিদাবাদের অস্থায়ী কর্মীদের কর্মবিরতি পালন

হাসান বাসির, বহরমপুরঃ দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসলেও দাবী না মেটায় এবার আন্দোলনে নামল রাজ্য ইলেক্ট্রিক বোর্ডের মুর্শিদাবাদের অস্থায়ী কর্মীরা। নূন্যতম ২১০০০ টাকা বেতন, নির্মাণ শ্রমিকের বদলে বিদ্যুৎ শ্রমিকের মর্যাদা, ২০০৭ সালের নিয়ম অনুযায়ী ২০ শতাংশ শূন্যপদে অস্থায়ী শ্রমিকদের নিয়োগ দেওয়া, ৬০ বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা, সহ বিভিন্ন দাবী দীর্ঘদিন থেকে করে আসছিল। সেই দাবীগুলো না মানায় গতকাল ও আজ তারা কর্মবিরতি পালন করে। কাশিমবাজার পাওয়ার হাউস থেকে একটি মিছিল শুরু হয়ে চুয়াপুর অফিস হয়ে বহরমপুর প্রধান অফিসে এসে শেষ হয়। মিছিল শেষে বহরমপুর অফিসে এক আধিকারিকের সাথে সভা হয়। সভা ফলপ্রসু হয়নি বলে জানান আন্দোলনের নেতা।

Latest articles

Related articles