নিউজ ডেস্ক : মন্দিরে ঢুকে পানি পান করায় এক মুসলিম কিশোরকে বেধড়ক মারধর করল এক মহিলা। ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকার এক মন্দিরের। উত্তর প্রদেশের গাজিয়াবাদ পুলিশের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক মন্দিরে বিহারের ভাগলপুরের বাসিন্দা এক মহিলা এক কিশোরকে মারধর করায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, মন্দিরের মধ্যে পানি পান করা এক মুসলিম কিশোরকে নলিনী যাদব নামক এক মহিলা বার বার তার নাম, পিতার নাম এবং কেন মন্দিরে প্রবেশ করেছে তা জানতে চাইছে। কিশোরটি যখনই তাকে “আসিফ” বলে পরিচয় দেয় তখনই তাকে বেধড়ক মারধর শুরু করে ওই মহিলা। ওই উগ্রবাদী মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। ইতিপূর্বে এমন ঘটনা বিশেষ করে দলিত শিশু কিশোর মহিলা এমনকি যুবকদের সঙ্গে ও বহুবার ঘটেছে। কখনো কখনো সামান্য উচ্চবর্ণের খাদ্য স্পর্শের জন্য প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে তথাকথিত নিন্ম বর্ণের অনেক সদস্যের।