এনবিটিভি: আজ ক্যানিং পুর্বের শকুন্তলাতে নবী দিবস অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। কিন্তু এদিনের ত্বহা সিদ্দিকীর সভায় এক হাজার ও জনগণ হয়নি। ত্বহা সিদ্দিকী যে জনপ্রিয়তা হারাচ্ছে তা স্পষ্ট ।
এদিন কয়েক’শ মানুষের সামনে পীরজাদা ত্বহা সিদ্দিকী তৃণমূলের প্রশংসা করে যান।
যিনি বারবার বলেন জলসার মঞ্চে রাজনীতির কথা বলা যাবে না তিনি আবার নবী দিবসের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের প্রশংসা করছেন।
সম্প্রতি বেশ কয়েক মাস ধরে তৃণমূলের প্রচার করে চলেছেন ত্বহা সিদ্দিকী। ফলে দিন দিন ত্বহা সিদ্দিকীর জনপ্রিয়তা কমতে থাকে। ইতিমধ্যেই তার ভাইপো আব্বাস সিদ্দিকীর জনপ্রিয়তা বেড়ে চলেছে গোটা রাজ্য জুড়ে। ফলে ফুরফুরা শরীফের অনুরাগীরা ত্বহা সিদ্দিকী কে ছেড়ে আব্বাস সিদ্দিকীর অনুগামী হয়ে উঠেছে। আব্বাস সিদ্দিকীর সভা সমিতিতে লক্ষ লক্ষ লোক হলেও ত্বহা সিদ্দিকের সভায় হাতে গোনা মাত্র কয়েকশ লোকের দেখা যায়। গোপন সূত্রে খবর ত্বহা সিদ্দিকীর সভায় আসা জনগণ আসলে তৃণমূলের ভাড়া করা লোক।