এনবিটিভি ডেস্ক: বৃহস্পতিবার মন্ত্রক সূত্রের খবর,বিজেপি সভাপতি জেপি নাদ্দার কনভয়ে অভিযুক্ত তিন অফিসারকে এবার রাজ্যের বাইরে বদলি করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন তাদের মধ্যে সবচেয়ে বর্ষীয়ান রাজিবকে পাঁচ বছরের জন্য আইটিবিতে পাঠানো হয় ( ইন্দো টিবেটান বর্ডার পুলিশ) । প্রবীনকে তিন বছরের জন্য এসএসবি তে ( সশস্ত্র সীমা বল) এবং ভোলানাথ কে তিন বছরের জন্য বিপিআরদি তে (ব্যুরো অফ পুলিশ রিসার্চ ) পাঠানো হয়।মূলত , কেন্দ্রীয় সরকার পূর্বের নির্দেশ অনুযায়ী দিল্লিতে না পাঠানোয় কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেয়। নবান্ন এবিষয়ে কি প্রতিক্রিয়া জানায় তা এখন দেখার বিষয়।মূলত, নাড্ডার কনভয়ে হামলার পর অভিযুক্ত এই তিন অফিসারকে নবান্নে চিঠি দিয়ে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নবান্ন থেকে রাজ্য সরকারের তরফে পাল্টা চিঠি দিয়ে জানায় , ওই অফিসারদের ছাড়া হবে না।তৎপর আবারও দ্রুত রিপোর্ট করতে বৃহস্পতিবার চিঠি দিয়েছে কেন্দ্র। রাজ্য সরকারের তরফে লেখা এই চিঠিতে তাদের অবিলম্বে দিল্লে তে রিপোর্ট করতে বলেছে কেন্দ্র। ইতিমধ্যেই , এই তিনজন অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এবং ২৪ ঘণ্টার মধ্যে তাদের নিজ দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।কোনো আমলা বা পুলিশ অফিসার কেন্দ্রের সরকারি ডেপুটেশনে যেতে চাইলে রাজ্য সরকার কে একটি নো অবজেকশন সার্টিফিকেট দিতে হয়। সেক্ষেত্রে রাজ্য সরকার এই তিন অফিসারের ক্ষেত্রে এই নো অবজেকশন সার্টিফিকেট দিতে অসম্মতি জানায়। কিন্তু তথ্যাভিজ্ঞরা জানায় , বিনা সার্টিফিকেট এ কেন্দ্র এবং স্বরাষ্ট্র মন্ত্রক চাইলে কোনো অফিসারকে ফিরিয়ে নিতে পারেন। এক্ষেত্রে সেটাই ঘটতে দেখা যায়। কেন্দ্র কেবল তাদের ডেকে নেওয়া ছাড়াও অন্য রাজ্যে বদলিও করে দিয়েছেন।