এনবিটিভি ডেস্ক: প্রাণ হাতে নিয়ে ২২ কিলোমিটার পাড়ি দিয়ে ১২ বছর থেকে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতার দায়িত্ব পালন করে আসছেন জাতীয় শিক্ষিকা মিশা ঘোষাল। পশ্চিমবঙ্গের আলিপুরদোয়ার জেলার মাদারিহাট এলাকার টোটোপাড়ার ধনপতি টোটো মেমোরিয়্যাল হাইস্কুলের প্রধান শিক্ষিকা তিনি। ভুটানের তাদিং পাহাড়ের কোলে এক গ্রামের নাম টোটোপাড়া। আদিম, অতি ক্ষুদ্র উপজাতি টোটোদের বাসভুমি এই এলাকা। মাদারিহাট থেকে টোটোপাড়া হাইস্কুল পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার জায়গা। এর মধ্যে রয়েছে তিনটে নদী, আরও অনেক ছোট বড় ঝোড়া আর ঘন জঙ্গল। এতো কিছুর পরও বিন্দুমাত্র দমেননি মিসেস ঘোষালজি। ১২ বছর থেকে নিজের প্রাণ বাজি রেখে বিলুপ্তপ্রায় টোটোজাতির উন্নতিকল্পে আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন। টোটো ছেলে-মেয়েদের একেবারে নিজের মতো করে নিয়েছেন তিনি। নানা রকমভাবে শিক্ষা দানের পদ্ধতি উদ্ভাবন করেছেন তিনি। তারই প্রতিদান হিসেবে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্প্রতি মিশা ঘোষালকে নমস্কার জানিয়ে জাতীয় শিক্ষক সম্মাননায় ভুষিত করেছেন। তাঁর কর্মচঞ্চলতার স্বীকৃতি স্বরুপ টোটোপাড়া হাইস্কুলকে উচ্চমাধ্যমিকে উন্নত করে দিয়েছে সরকার। বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা’র বৃহত্তর কর্মপ্রয়াসের ভাবাদর্শ প্রেমী এই জাতীয় শিক্ষিকাকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি তাঁর দীর্ঘ কর্মময় জীবন এবং সুস্থতা কামনা করা হয় সংস্থার পক্ষ থেকে। জাতীয় শিক্ষিকা মিশা ঘোষালজিও এক অডিও বার্তায় সর্বধর্ম সমন্বয় সভার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন।
জাতীয় শিক্ষিকা পশ্চিমবঙ্গের টোটোপাড়ার কাণ্ডারী মিশা ঘোষালকে অভিনন্দন সর্বধর্ম সমন্বয় সভা’র
Related articles