পথশ্রী অভিযানের পক্ষ থেকে ১২০০ কিমি. রাস্তার উদ্বোধন রানীগঞ্জ ব্লকে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201008-WA0022

এনবিটিভি ডেস্ক: মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে একসঙ্গে রাজ্য জুড়ে ১২০০০ কিমি রাস্তার পুননির্মাণ ও রক্ষনাবেক্ষনের জন্য গৃহীত প্রকল্প পথশ্রীঅভিযানএর পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পক্ষ হইতে আসানসোল (দক্ষিণ) বিধানসভার রানীগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বক্তারনগর মোড় (NH-2) হইতে বক্তারনগর গ্রাম পর্যন্ত ২৫ লক্ষ ৪৮ হাজার টাকার ব্যয়ে রাস্তার নির্মাণের শুভ উদ্বোধন করিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক সহ চেয়ারম্যান (এ ডি ডি এ) শ্রীতাপস বন্দ্যোপাধ্যায়মহাশয়৷ নারকেল ফাটিয়ে পিঠে খেতে এই রাস্তার উদ্বোধন করেন তাপস বন্দ্যোপাধ্যায়৷ জানান মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সেই মুখ্যমন্ত্রী যে কাজ করে এই রাস্তার গ্রামবাসীরা খুব খুশি৷ সামনে বাঙালি বড় উৎসব দুর্গাপূজার আগেই এই রাস্তার শুভ সূচনা হবে ৷ উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্যা শ্রীমতি মিঠু খাঁ, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, APO রানীগঞ্জ ব্লক শ্রী প্রসেনজিৎ বালা, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী বিনোদ নুনিয়া, বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা প্রসাদ, সমাজসেবী নির্মল পাল সহ আরও অনেকে ৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর