মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)
প্রতিনিধি: “বঙ্গবন্ধুর আদর্শ, সমবায়ে উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আজ শনিবার উপজেলার জিমনিসিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার আকরাম হোসেন, বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন,ঊষা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি নির্দেশনা মনে সফল ভাবে সমিতি পরিচালনা করায় উপজেলার ১০টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।