এনবিটিভি, ওয়েব ডেস্ক: ২৩ বছর ১৩৮ দিন ধরে মুখ্যমন্ত্রীর পদে থেকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে ছাপিয়ে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
এই মুহূর্তে, তিনি তালিকায় রয়েছেন দু’ নম্বরে। শীর্ষে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। টানা ২৪ বছরের বেশি সময় রাজ্যের ক্ষমতায় ছিলেন তিনি।
ওড়িশায় আগামী বছর নির্বাচন। সেক্ষেত্রে চামলিংয়ের রেকর্ড ভাঙার ভালোমতোই সুযোগ রয়েছে নবীন পট্টনায়েকের কাছে। কারণ বিজু জনতা দল ওড়িশায় এখন এক নম্বর দল।