সম্পত্তির লোভে মামাকে জীবন্ত মাটিতে পুতে দেওয়ার চেষ্টা ভাগ্নের

সুরজিত দাস, নদীয়াঃ সম্পত্তির লোভে মামাকে জীবন্ত মাটিতে পুততে গিয়ে ধরা খেলো ভাগ্নে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়া রানাঘাট থানার কুপার্স ক্যাম্প 4 নম্বর ওয়ার্ডে।  মামা ভাগ্নের পাশাপাশি বাড়ি। জানা যায় ভাগ্নে বিপুল মন্ডল তার মামা মন্টু শিকদারকে দীর্ঘ  চার 5 দিন ধরে ঘরের ভেতরে দড়ি দিয়ে বেঁধে বাইরে দিয়ে তালাবদ্ধ করে অজ্ঞানের ওষুধ খাইয়ে রেখেছিল। আর এদিকে ভাগ্নে রাতের অন্ধকারে রান্নাঘরে মামার শরীরের মাপে গর্ত খুঁড়ে এদিন মাটিতে পুততে যাবার মুখে প্রতিবেশীদের কাছে বাধা পায়। এর পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। মামাকে হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। প্রতিবেশীরা ভাগ্নের শাস্তির দাবি তুলেছে। ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ।

Latest articles

Related articles