এনবিটিভি ডেস্ক, মালদা, ২২সেপ্টেম্বর: মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকে নতুনভাবে সাজানো হলো আদিবাসী তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি। কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুরের গড়গড়িতে আদিবাসী তৃণমূল কংগ্রেসের একটি কর্মিসভা হয়।সেই কর্মীসভাতে নতুন করে কমিটি গঠন হয়।আর আজ হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আদিবাসী অধ্যুষিত এলাকা ওয়ারি হোসেনপুর এ হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক আদিবাসী কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হলো।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী জেলা পরিষদের সভাপতি চুনিয়া মুর্মু, হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের দাপুটে যুবনেতা বুলবুল খান, ভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র, তৃণমূল নেতা বিমান ঝা সহ অন্যান্য ব্লক নেতৃত্ব ৷
আজ ১৫ সদস্যের পূর্ণাঙ্গ ব্লক কমিটির নাম ঘোষনা করা হয়। হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক আদিবাসী তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়েছেন কার্তিক ওরাও। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন গীতা মুর্মু ,কিষান ওরাও এবং মহাবীর ওরাও। সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে বাইজু সরেনকে।
বুলবুল খান বলেন,”কিছুদিন আগের কর্মসূচিতেই নতুন কমিটি গঠন করা হয়েছিল। আজ এই কমিটিতে দায়িত্ব দেওয়া হলো। উপস্থিত ছিলেন আমাদের আদিবাসী সেলের জেলা সভাপতি। আদিবাসী তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির নাম ঘোষণা করা হল আজ।যোগ্য এবং সক্রিয় ব্যক্তিদেরই কমিটিতে আনা হয়েছে।” আদিবাসী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি চুনিয়া মুর্মু বলেন,আজ আমরা এই ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকা ওয়ারিহোসেনপুরে গিয়েছিলাম। সেখানে ব্লক কমিটির নতুন সভাপতির নাম ঘোষনা করা হলো।আগের কমিটি তো এলোমেলোভাবে কাজ করতো। আদিবাসী তৃণমূল কংগ্রেসের কাজকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। আর সেই নতুন কমিটিতে যোগ্য ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া হলো।’