নিজস্ব সংবাদদাতা, ভাঙড়, এনবিটিভি: বাসন্তীর ন্যায় এবার লাগাতার গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত ভাঙড়। কাইজার অনুগামী তৃণমূলকর্মীদের বাড়িতে গিয়ে মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল ভাঙড়ের যুব তৃণমূল কর্মী দের বিরুদ্ধে। ঘটনায় নতুন করে আবারও উত্তপ্ত ভাঙড়।
মঙ্গলবার দুপুরে ভাঙড়ের সাঁঁইহাটি গ্রামে তৃণমূল কর্মী সহ গ্রামবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে মারধর সহ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুব তৃণমূল কর্মী সইদুল চৌধুরী সহ তার দলবলের বিরুদ্ধে।অভিযোগ,যুব তৃণমূল নেতা সইদুল চৌধুরী দলবল নিয়ে গ্রামে ঢুকে মহিলা সহ পুরুষদের উপরে অত্যাচার করে।কয়েক জনকে বেধড়ক মারধর করে।ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।গ্রামের মানুষ কে আশ্বস্ত করে।
উল্লেখ্য গত শনিবার যুব এবং মাদার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বোমাবাজির ঘটনার পর থেকে লাগাতার অশান্তি লেগেই আছে ভাঙড়ে।কোথাও দলীয় কার্যালয়ে আগুন তো আবারও কোথাও দোকানপাট ভাঙ্গচুর চলছে।