কোর্টে হাজিরা দেওয়ার হাত থেকে মালেগাঁও মসজিদ বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুরকে অব্যাহতি দিল NIA কোর্ট

সাইফুল্লা লস্কর, এনবিটিভি : মালেগাঁও মসজিদ বিস্ফোরণে অভিযুক্ত এবং বিজেপি এমপি প্রজ্ঞা ঠাকুরকে আর আদালতে হাজিরা দিতে হবে না। মুম্বাইয়ের বিশেষ আদালত তাকে এই মামলায় আদালতে হাজিরা দেওয়ার হাত থেকে রেহাই দিল আজ।

২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁও এলাকায় এক মসজিদের কাছে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এই বিজেপি আইনপ্রণেতা। ওই বিস্ফোরণে ৬ জন নিহত হয় এবং ১০০ এর বেশি মানুষ গুরুতর ভাবে আহত হয়। প্রজ্ঞা ঠাকুর এই মামলার ৭ জন অভিযুক্তের ১ জন। ইতিপূর্বে তিনি এই বিস্ফোরণে তার হাত থাকার কথা প্রকাশ্যে গর্বের সঙ্গে স্বীকার করেছেন বলে দাবি করা হয় অনেক সংবাদমাধ্যমের তরফ থেকে।

এই মামলা এখনও চলছে মুম্বাইয়ের বিশেষ NIA আদালতে। আজ এই মামলার শুনানি চলার সময় প্রজ্ঞা ঠাকুরের আইনজীবী তার আদালতে হাজিরা দিতে দীর্ঘ সফরকালীন সময়ে নিরাপত্তার অভাব এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার হাজিরা থাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। তিনি জানান প্রজ্ঞা ঠাকুর এখন শারীরিক অসুস্থতার জন্য এইমস এর চিকিৎসাধীন আছেন। তার যুক্তিতে সম্মতি জানিয়ে এই আবেদন মঞ্জুর করে আদালত।

Latest articles

Related articles