রইলো না নওশাদ সিদ্দিকির ভাঙড়ে প্রবেশে বাধা

এনবিটিভি, ওয়েব ডেস্ক: রইলো না নওশাদ সিদ্দিকির ভাঙড়ে প্রবেশে বাধা। “প্রত্যাহার করা হয়েছে ভাঙড়ে ১৪৪ ধারা” আদালতে জানাল রাজ্য।

উল্লেখ্য, ১৪৪ ধারা জারি করা হয়েছিল ভাঙরে১২ ও ১৭ জুলাই ভাঙড়ে প্রবেশের আগে বিধাননগরের হাতিশালায় পুলিশি বাধার মুখে পড়েন স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকি। এই ঘটনাকে ঘিরে আদালতের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় সোমবার রাজ্যের তরফে আদালতে জানানো হয় এই কথা।

Latest articles

Related articles